ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় নতুন শনাক্ত ৫১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জনে পৌঁছেছে। এই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার এক দশমিক ০৪ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩২৬ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জনে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন