ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শীতের বাতাস বইতে শুরু করেছে

গত বছর দেশে শীতের প্রভাব তেমন একটা বোঝা না গেলেও ঋতুচক্রের হিসাবে এবার প্রকৃতিতে ঠিক সময়ে শীত নামার লক্ষণ দেখা যাচ্ছে। আবহাওয়াবিদ দের তথ্যমতে পৌষ মাস এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। তবে অন্য সব জেলাকে পেছনে ফেলে এবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগেভাগেই শীত জেঁকে বসেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জানিয়েছে, সামনের সপ্তাহের শুরু থেকে সারা দেশে শীত জেঁকে বসবে। চলতি মাসের শেষের দিকে দেশের এক, দুটি স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের দাপট বরাবরের মতো এবারও বেশি থাকতে পারে।

গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে এখন তীব্র শীত বিরাজ করছে। সেই তুলনায় উত্তরাঞ্চলের অন্যান্য জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

একই অঞ্চলে দুই ধরনের তাপমাত্রার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, তেঁতুলিয়া হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় সেখানে তাপমাত্রা দ্রুত এবং বেশি কমে এসেছে। ধারাবাহিকভাবে অন্য এলাকাগুলোতেও ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে। সাধারণত উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় ও লালমনিরহাট, সিলেট, যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে।

অন্যদিকে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম শহরে পুরো শীতের মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে খুব একটা নামে না। যার কারণে এই দুই বড় শহরে তীব্র শীতের অনুভূতি খুব একটা পাওয়া যায়না বললেই চলে।

আজ সোমবারের আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা গতকাল রোববারের মতোই অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা একটু হলেও কমে আসতে পারে। এইদিন আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন