রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডু সামথিংয়ের উপহার পেলো ৫শ পরিবার

ডু সামথিংয়ের উপহার পেলো ৫শ পরিবার

খুলনার কয়রা উপজেলার ৫০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চিকিৎসকের সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী গাজীপাড়া বাঁধের উপর এ খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনটি।

উপহার সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে রয়েছে চাল ২০ কেজি, চিনি ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, পোলাও চাল এক কেজি, ছোলা দুই কেজি, মুড়ি দুই কেজি, দুধ এক প্যাকেট, ডাল ২ কেজি, সেমাই এক কেজি, লবণ এক কেজি, গুঁড়া মরিচ ৪০০ গ্রাম, হলুদ গুঁড়া ৪০০ গ্রাম ও সাবান ৩ পিস।

খাদ্য উপহার সামগ্রী বিরতণকালে ডু সামথিং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জাকির হোসেনসহ উপকূলীয় অঞ্চলের স্বেচ্ছাসেবক মাহমুদুল হাসান, মোতাছিম বিল্লাহ, নাসিম, শাহিন, হাফিজ, সাইদুল উপস্থিত ছিলেন।

ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ড. নাজমুল ইসলাম বলেন, খাবার প্যাকেজ এমনভাবে সাজানো হয়েছে যেন পুরো রোজার মাসে একটা পরিবারকে আর খাবার নিয়ে চিন্তা করতে না হয়। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দরিদ্র মানুষগুলোর অসহায়ত্ব কাটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আট জেলার চার হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  জীবাণুনাশক সাবান বিতরন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ

সংবাদটি শেয়ার করুন