ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হাট-বাজারে অতিরিক্ত টোল আদায়

হাট-বাজারে অতিরিক্ত টোল আদায়
  • সরকার নির্ধারিত টোল আদায়ের দাবিতে স্মারকলিপি প্রদান

নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন হাট-বাজারে পশু-পাখি ও বিভিন্ন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের বর্তমান বর্ষে (১লা বৈশাখ ১৪২৮ থেকে ৩০ শে চৈত্র ১৪২৮ বাংলা) সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায়ের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে , উপজেলা পরিষদ ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর এবং বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক  বরাবর  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মান্দা উপজেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী মন্ডল, সিপিবি’ মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি মান্দা উপজেলা শাখার সদস্য আবুল শেখ এবং কৃষক সমিতি মান্দা উপজেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, মান্দা উপজেলার বিভিন্ন হাটে গত কয়েক বছর ধরে পশু-পাখি ও বিভিন্ন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ে সরকার কর্তৃক নির্ধারিত নিয়মনীতি তোয়াক্কা না করে ইজারাদারগণ অতিরিক্ত টোল আদায় করছেন। এলাকার জনগণকে নিয়ে এ অনিয়মের বিরুদ্ধে তারা জোর প্রতিবাদ করে আসছেন। পাশাপাশি মান্দা উপজেলার প্রত্যেক হাট-বাজারে নির্ধারিত টোলের হারের তালিকা জনসম্মুখে টাঙ্গানোর ব্যবস্থা গ্রহণ করাসহ টোল রেট   রশিদে লেখা, সরকার নির্ধারিত হারের বেশি টোল আদায় না করা, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও গরিব- দু:খি পঙ্গুদের জন্য টোলের বিশেষ ছাড়ের ব্যবস্থার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন