স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বিষ-শ্বাস এর বিশেষ প্রিমিয়ার আজ অনুষ্ঠিত হবে। রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এর একটি বিশেষ প্রিমিয়ার হবে। এটি পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্য করেছেন নির্মাতা খান জেহাদ।
১৯৭১ সালে বুদ্ধিজীবী নিধনের যে ছক তৈরি করা হয়েছিল, হুবহু সেই ছকে না হলেও স্বাধীনতার এত বছর পরও আদর্শিক মতভেদের কারণে প্রগতিশীল লেখক, শিল্পী কিংবা সংস্কৃতিকর্মীরা এখনও বিশেষ একটি গোষ্ঠীর টার্গেট হয়ে রয়েছেন। এমনই কাহিনি নিয়ে এ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মিত হয়েছে।
এ সম্পর্কে নির্মাতা খান জেহাদ বলেন, সিনেমাটি সম্পূর্ণ নির্মিত হয়েছে কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া। তাই শব্দ পরিকল্পনার বিষয়টি এ সিনেমার ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জিং ছিল। শিগগিরই সেন্সর বোর্ডের জন্য জমা দেওয়া হবে।
অভিনেতা কাজী রাজু বলেন, ভিন্নধর্মী চরিত্রের প্রতি ভীষণ ক্ষুধা থেকে ১৬ মিনিট দৈর্ঘ্য এ সিনেমায় কাজ করেছি। মূলত এখানে আমার চরিত্রটি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করা একজন লেখকের। নির্মাতা হিসেবে জেহাদ ভাই কাজ খুব কম করলেও তিনি আমার খুবই পছন্দের। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তার পরিচালনায় তৈরি করা চরিত্রটি নিয়ে ভালো কিছু করার।
আনন্দবাজার/ইউএসএস