শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেষঅবধি মাঠে ছিলেন রক্তাক্ত ইব্রাহিমোভিচ

ম্যাচের ৭০ মিনিটে অলিভিয়ের জিরুদের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। যোগ করা নয় মিনিটসহ তিনি মাঠে ছিলেন ২৯ মিনিট। এর মধ্যেই আঘাত পেয়ে রক্তাক্ত হন তিনি।

ক্রোয়েশিয়ান উইঙ্গার আনতে রেবিচ গোলমুখে বল ভলি করেছিলেন। এমন সময় হেডের প্রচেষ্টায় লাফিয়ে ওঠেন ইব্রাহিমোভিচ এবং বোলোগানার অধিনায়ক গ্যারি মেডেল। দুজনের ভেতর ঘটা সংঘর্ষে আহত হন ইব্রা।

তাৎক্ষণিকভাবে বাঁ-চোখের উপরের অংশ দিয়ে রক্ত ঝরা শুরু হয় ইব্রার। মেডিকেল স্টাফ মাঠে এসে তার আঘাত পাওয়া অংশে ব্যান্ডেজ করে দেন। ব্যান্ডেজ নিয়েই তিনি চালিয়ে যান খেলা।

সোমবার রাতে ইব্রার রক্তাক্ত হওয়া ম্যাচে কোনো ফলাফল আসেনি। সিরি আ’র পয়েন্ট টেবিলের ১২তম স্থানে থাকা বোলোগানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় শীর্ষে থাকা এসি মিলানের।

৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এসি মিলান। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নাপোলি। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইন্টার মিলান। এবং ৫৯ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  জাতীয় দল থেকে রোমান সানার আকস্মিক অবসর

সংবাদটি শেয়ার করুন