ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের বেড়েছে এলপি গ্যাসের দাম

রমজানের শুরুতেই আরেক দফা বাড়ানো হলো এলপি গ্যাসের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দিয়েছে।

এর আগে, গত মার্চ মাসের ৩ তারিখে এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা করা হয়েছিল। একইভাবে গত ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বাড়িয়ে ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন