সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজ রবিবার সকালে সেতু বিভাগের সম্মেলনকক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের আরও জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৭ শতাংশ, নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি ৯০ দশমিক ৫০ শতাংশ ও প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯২ শতাংশ। মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি ৬৫ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া গ্যাস পাইপলাইন স্থাপন কাজের অগ্রগতি ৯৯ শতাংশ এবং ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন স্থাপন কাজের অগ্রগতি ৭৯ শতাংশ।
আনন্দবাজার/টি এস পি