ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকোতে বৈচিত্র্যময় বাংলাদেশ

মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১তম বার্ষিকী পালন করেছে।

মিগেল হিদালগোর মেয়রের দপ্তরের সহায়তায় ২৬-২৭ মার্চে দূতাবাস মেক্সিকো সিটিস্থ জনবহুল লিংকন পার্কের নেলসন ম্যান্ডেলা কালচারাল স্পেস অ্যান্ড এসপ্ল্যানেডে বর্ণাঢ্য ‘বাংলাদেশ মেলা’-এর আয়োজন করে। মেয়রের দপ্তরের দূতাবাস ও আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী লুর্ডেস পোজো পিয়েত্রা সান্তা এবং সমন্বয়ক ওমর লোপেজ হার্নান্দেজ দুই দিনব্যাপী এই ‘বাংলাদেশ মেলা’-এর শুভ উদ্বোধন করেন। মেয়রের দপ্তরের সাংস্কৃতিক সমন্বয়কারী এনেল নচেবুয়েনা ২৭ মার্চ বাংলাদেশ মেলা ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে যথাযথভাবে মেক্সিকোর সাধারণ জনগণের নিকট উপস্থাপনের জন্য, দূতাবাস অনুষ্ঠানস্থলে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ স্থাপন করে যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, দেশের রপ্তানিযোগ্য পণ্যসহ (সিরামিক, চামড়া,পাট, চা ইত্যাদি) বাণিজ্য সুবিধাদি ও পর্যটন সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি এবং বাংলাদেশ ও মেক্সিকোর দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক লিফলেট আগতদের মাঝে বিতরণ করা হয়।

মেলায় বাংলাদেশী বিখ্যাত চিত্রশিল্পীদের প্রায় ১০টি চিত্রকর্ম প্রদর্শনের পাশাপাশি মেহেদি এবং মেক্সিকো সিটিস্থ বাংলাদেশী মালিকানাধীন ‘ঢাকা বিরিয়ানি’-এর ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দর্শনার্থীদের মুগ্ধ করে। তা ছাড়া নিউইয়র্ক হতে আগত দুই-সদস্য বিশিষ্ট বাংলাদেশি নৃত্যশিল্পী মাজেদ লোদি ও ফারজানা জাবিন জ্যোতির নৃত্য পরিবেশনায় আগত দর্শনার্থীরা বিমোহিত হন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন