ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সিলেবাস শেষ করতে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি’র শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।

আজ শুক্রবার চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে গত দুই বছর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল। ২০২২ সালে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের যদি ক্লাস না করানো হয়, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং সমস্যা হবে। বাড়িতে থাকতে থাকতে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে। এখন ক্লাস শুরু হয়েছে, তারা নিয়মিত ক্লাস করবে। রোজার কারণে এখন ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না। কিন্তু কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তা এখনও ঠিক করা হয়নি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন