ঢাকা | বৃহস্পতিবার
২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আঁড়িয়াল খা নদে ব্রিজ নির্মাণের দাবি

আঁড়িয়াল খা নদে ব্রিজ নির্মাণের দাবি

মাদারীপুরের লঞ্চঘাটে আঁড়িয়াল খা নদে একটি ব্রিজ নির্মাণের দাবিতে কয়েকটি গ্রামের মানুষরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচরের (বর্তমান লঞ্চঘাটের উল্টো পাড়ে) আঁড়িয়াল খা নদের পাড়ে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সাবেক পাঁচখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ গৌড়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশরাদ হোসেন উজ্জ্বল ও ব্যবসায়ী সালাউদ্দিন টুকুসহ অনেকেই।

বক্তারা বলেন, নদীর অন্যপাড়ে মাদারীপুর শহর থেকে খুব কাছে বসবাস করেও আঁড়িয়াল খা নদের পাঁচখোলা ইউনিয়নের জনগণের শহরের সঙ্গে যোগাযোগে চরম দুর্ভোগে পড়েন। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারের কাছে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন