১১ জন খেলোয়াড় ব্যাট করে রান করেছে ১ যেখানে একজন ছাড়া বাকি ১০ জনই কোনো রান করতে পারেননি। ইতিহাসের এমন বিরল ঘটনা ঘটেছে এবারের এসএ গেমসে। আর এমন ঘটনা ঘটিয়েছেন মালদ্বীপের নারী ক্রিকেটাররা।
আজ শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালের পোখরায় মালদ্বীপ ও স্বাগতিকরা মুখোমুখি হয়। এ ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল মালদ্বীপ। ম্যাচের দ্বিতীয় ওভারে ৬ রানে তারা হারায় প্রথম উইকেট।
এরপর এক রান যোগ করতেই হারায় আরো ৩ উইকেট। স্কোরবোর্ডে আরো এক রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় তারা। ওপেনার আইমা আইশাথ করেন ১ রান।
অবশ্য নেপালের বিপক্ষে মালদ্বীপ মোট ৬৯ বল খেলে ৮ রান করে অল আউট হয়। যেখানে ৭ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। চলতি এসএ গেমসের ৪ ম্যাচে মালদ্বীপ সব মিলিয়ে করেছে ৬০ রান।
এসএ গেমসের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১৬ রানে অলআউট হয়েছিল মালদ্বীপের মেয়েরা। সে ম্যাচে হেরেছিল ১০ উইকেটে। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮০ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৩০ রানে অলআউট হয় মালদ্বীপ। এরপর বাংলাদেশের বিপক্ষে তো ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় মালদ্বীপ গুটিয়ে যায় ৬ রানেই!
মালদ্বীপের দেওয়া সহজ লক্ষ্যটা নেপালের মেয়েরা পেরিয়ে গেছে সাত বলেই। ১০ উইকেটের জয়ে স্বাগতিকরা পেয়েছে ব্রোঞ্জ।
আনন্দবাজার/এম.কে