ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চার মাসে রংপুর কাস্টমসের ৫৮ মামলা

নকল পণ্য এবং অসাধু বিড়ি ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে অভিযান শুরু করেছে রংপুর কাস্টমস কর্তৃপক্ষ। এ লক্ষ্যে গত চার মাসে মোট ৫৮টি মামলা দেয়া হয়েছে। এর মধ্যে মূসক ফাঁকির ৪৪টি এবং নকল ব্যান্ডরোল ব্যবহার, অন্য বিড়ির নকল ব্যান্ডরোলে তৈরি ও বিপণনের অভিযোগে ১৪টি মামলা করা হয়েছে। একই সময় মূল্য সংযোজন কর (মূসক) বাবদ আদায় হয়েছে ১৪ লাখ ৯১ হাজার ৩৭২ টাকা।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর কার্যালয় সূত্রে জানা যায়, নকল ব্যান্ডরোল রাখা, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি এবং অন্য বিড়ির নকল ব্যান্ডরোলে প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে গত ১ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রংপুরে ১২টি ও নীলফামারী এবং দিনাজপুর জেলায় একটি করে সংশ্লিষ্ট থানায় মোট ১৪টি ফৌজদারি মামলা হয়েছে।

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার ডা. শওকত আলী সাদী বলেন, মামলা দেয়ার উদ্দেশ্য রাজস্ব আদায় নয়। বরং এর উদ্দেশ্য অসৎ ব্যবসায়ীদের শাস্তি দিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখা।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন