ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগাছা পরিষ্কারে ব্যস্ত চাষি

জয়পুরহাটের পাঁচবিবিতে ইরি-বোরো জমির আগাছা অপসারণে ব্যস্ত চাষিরা। উপজেলার সব মাঠেই এমন চিত্র চোখে পড়ছে। নারী-পুরুষ শ্রমিকরা সমানতালে

জয়পুরহাটের পাঁচবিবিতে ইরি-বোরো জমির আগাছা অপসারণে ব্যস্ত চাষিরা। উপজেলার সব মাঠেই এমন চিত্র চোখে পড়ছে। নারী-পুরুষ শ্রমিকরা সমানতালে ধানক্ষেতে জন্মানো আগাছা পরিস্কারের কাজ করছেন। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় সবুজ ধান গাছে মাঠে মাঠে ছেয়ে গেছে।

উপজেলার নওদা মাঠে ওই এলাকার কৃষক নাজির হোসেন কয়েকজন নারী-পুরুষ শ্রমিকসহ নিজেও তার ধানের জমি থেকে আগাছা পরিস্কার করছেন। কৃষক নাজির বলেন, চলতি বছর সাড়ে ৩ বিঘা জমিতে ইরির আবাদ করেছি। ধানগাছও বেশ ভালো হয়েছে। ধানের জমিতে ছোট ছোট আগাছা জন্মেছে। সেগুলো তুলে ফেলছি। একই সঙ্গে ধান গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিচ্ছি। এতে ধানের গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

উপজেলা বিনধারা গ্রামের কলেজ শিক্ষক রফিকুল ইসলাম চৌধুরী শাহিন বলেন, প্রতিবছরই আমি ৩০ বিঘা জমিতে ইরি চাষ করি। এবছরও করেছি। আমার জমির ধানের গাছগুলো খুব ভালো হয়েছে। তবে গাছের গোড়ায় ছোট ছোট বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে। কয়েক দিন যাবৎ শ্রমিক দ্বারা আগাছাগুলো অপসারণ করে নিচ্ছি। সীমান্ত এলাকা উপজেলার রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল একই উক্তি প্রকাশ করেন।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলায় চলতি বছর প্রায় ২০ হাজার হে. জমিতে ইরি-বোরো চাষ করেছেন কৃষকেরা। আগাছা পরিস্কারের সাথে সাথে ধান গাছের গোড়ার মাটিও নাড়াচারা হয় এতে ধান গাছ মাটি থেকে অক্সিজেন আরো সহজেই পাবে তাতে গাছ দ্রুত বাড়বে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন