২৮ মার্চ ২০২২ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ডিএইচএল-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এবং ডিএইচএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিয়ারুল হক স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বৈদেশিক ডকুমেন্টস্ এবং পার্সেল এখন থেকে স্বল্প সময়ে ও কম খরচে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আদান-প্রদান করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও ইমতিয়াজ ইউ. আহমেদ, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মোঃ মাহমুদুল হক, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মোঃ সামছুদ্দোহা, ডিএইচএল-এর সিনিয়র পরিচালক জনাব এ. এস. এম. শাকিল, সেলস্ ম্যানেজার জনাব শেখ শহিদুজ্জামান, কি অ্যাকাউন্ট চ্যানেল ম্যানেজার মোঃ তসলিম আবেদিন চৌধুরী-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধŸতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।