ঢাকা | শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বামগণতান্ত্রিক জোটের হরতাল সমর্থনে ফরিদপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতাকর্মীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের  দাম  কমানোর জন্য বিভিন্ন স্লোগান প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন