ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে এসএ গেমসের ফাইনালে বাংলাদেশ

সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরের ক্রিকেট ইভেন্টে নেপালের বিপক্ষে ৪৪ রানের জয় পেয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামী সোমবার স্বর্ণ জয়ের ফাইনাল মিশনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।

আজ শনিবার (৭ ডিসেম্বর) নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দলের অধিনায়ক।

ম্যাচের শুরুতে মাত্র ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৬০ বলে ৭৫ রানে  ও বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেনের ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে সে বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে  ১৫৫ রান তুলতে সক্ষম হয় যুবা টাইগাররা।

জবাবে ১৫৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে টিকতেই পারেনি নেপালের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানে শেষ হয় নেপালের ইনিংস। স্বাগতিকদের হয়ে সবোর্চ্চ ৪৩ রান করেন অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৫৫/৬ (২০) শান্ত ৭৫, আফিফ ৫২; পরশ ১৫/৩।

নেপাল: ১১১/৯ (২০) মাল্লা ৪৩।

বাংলাদেশ ৪৪ রানে জয়ী।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন