ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দাম কমানো দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিত্যপণ্যের দাম কমানো দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষদের আর্মিরেটে রেশন সরবরাহের দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, কৃষক ফ্রন্টের সংগঠক জাহিদুল হক, কৃঞ্চ চন্দ্র পাল, সবুজ মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, পারুল বেগম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা আহবায়ক শামিম আরা মিনাসহ আরো অন্যরা।

বক্তরা বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের পাহারাদার বর্তমান সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর কোন ভুমিকা রাখছেনা। মাত্র ১ মাসের জন্য স্বল্পমূল্যে কয়েকটি পণ্য ১ কোটি মানুষকে দেয়ার উদ্যোগ নিলেও সেখানে চলছে অনিয়ম-দুর্নীতি-স্বজনপ্রীতি। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন চাল, অথচ স্বল্পমূল্যের পণ্যের তালিকায় সেই চাল নেই। তারা অবিলম্বে গ্রাম-শহরের সর্বত্র ডিলার নিয়োগ করে আর্মিরেটে রেশনে চাল-ডাল-তেলসহ নিত্যণন্য শ্রমজীবি-নিম্ন আয়ের সকল মানুষকে  সরবরাহ করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন