শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সোশ্যাল মিডিয়া আনছেন ইলন মাস্ক

নতুন সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। আজ রবিবার তার টুইট বার্তার পর থেকেই এ নিয়ে জল্পনা বেড়েছে। দু’দিন আগে সোশ্যাল মিডিয়া ও তার নীতির সমালোচনা করেছেন ইলন মাস্ক। এবার নতুন এক সোশ্যাল মিডিয়া তৈরির বিষয়ে চিন্তা-ভাবনা করছেন তিনি নিজেই।

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে এক টুইটার ব্যবহারকারী প্রশ্ন করলে ইলন মাস্ক বলেন, আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে এ বিষয়টি বিবেচনা করছি।

গত শুক্রবার একটি টুইটার পোলে অংশ নেন মাস্ক। টুইটার বাকস্বাধীনতার নীতি মেনে চলে কি না, এই বিষয়ে ‘না’ বলেই মত দেন তিনি। এবং সেটি শেয়ার করে লিখেন, এই ভোটের ফলাফল গুরুত্বপূর্ণ। সতর্ক হয়ে ভোট দিন।

এরপর আজ রবিবার ইলন মাস্কের এমন ঘোষণা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। এখন তিনি জাকারবার্গকে চ্যালেঞ্জ ছুড়তে পারবেন না তাই দেখার বিষয়।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক

সংবাদটি শেয়ার করুন