সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাওলানা জিয়াউর রহমান জাহেদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহেদ পেশায় ছিলেন মাদ্রাসাশিক্ষক। গারাংগিয়া হাতিয়ার কূল এলাকার মাওলানা মাহবুবুর রহমানের ছেলে তিনি। তার তিন মেয়ে এবং এক ছেলে আছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মক্কা নগরীর জবলে নূর পাহাড় থেকে নেমে রাস্তা পারাপারের সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহেদ। সাতকানিয়ার সোনাকানিয়া শাহ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন তিনি।
নিহতের চাচাত ভাই মো. কামাল উদ্দিন জানান, গত ১৬ মার্চ পবিত্র ওমরাহ হজ্ব পালনে করতে সৌদি আরবে যান জাহেদ। ৩০ মার্চ দেশে ফেরার কথা ছিল।
তিনি আরও জানান, শনিবার বাদে আছর পবিত্র মক্কা নগরীর উঁচু পাহাড় হেরা গুহা ওঠেন। সেখানে উঠে নিজ মোবাইলে থেকে ফেসবুক লাইভে এসে ভিডিওতে হেরা গুহার দৃশ্য দেখান। এর কিছুক্ষণ পর হেরা গুহা থেকে নিচে নেমে রাস্তা পার হয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে জাহেদ মারা যান।
আনন্দবাজার/টি এস পি




