ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দাদা ভাই উপশহরে প্লট বরাদ্দে লটারি

দাদা ভাই উপশহরে প্লট বরাদ্দে লটারি

মাদারীপুরের শিবচরে দাদা ভাই উপশহর আবাসিক জোন উন্নয়ন শীর্ষক প্রকল্পের (৩ য় পর্যায়) আবাসিক প্লট বরাদ্দের লটারি অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, শিবচর পৌরসভার সম্মেলন কক্ষে দাদা ভাই উপশহর আবাসিক জোন উন্নয়ন শীর্ষক প্রকল্পের (৩ য় পর্যায়) আবাসিক প্লট বরাদ্দের লটারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার চাকরিজীবি, বেসরকারি চাকুরিজীবি, বিদেশে কর্মরত অয়েজ অর্নার, ব্যবসায়ী/শিল্পপতি, জমি হুকুম দখলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক/সাহিত্যিক/শিল্পি/ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশাসনিক মন্ত্রনালয়/জাতীয় গ্রহায়ণ কর্তৃপক্ষ ও অন্যান্য কোঠায় মোট ৪১৯ টি আবেদন করা হয়। এর মধ্যে লটারির মাধমে  ৫ কাঠা ও ৩ কাঠার ১১১টি প্লট বরাদ্দ দেয়া হয়। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোরশেদ মাহমুদ, ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন