গত ৭ ফেব্রুয়ারি ইতালিতে সাড়ে ৯শ’ টিইউএস রপ্তানি পণ্য সফলভাবে সরাসরি পরিবহনের পর আবার চট্টগ্রাম বন্দরে আসছে ইতালিয়ান জাহাজ সোঙ্গা চিতা। এবার ইতালিতে ৯০০ টিইইউএস কনটেইনার রপ্তানি পণ্য নিয়ে যাবে। এ জাহাজের মাধ্যমে ইউরোপের সাথে সরাসরি সমুদ্রপথে পণ্য রপ্তানির দ্বার উম্মোচিত হয়েছে। দেশের সমুদ্র বাণিজ্যে একটি নতুন যুগে প্রবেশ করেছে এর মাধ্যমে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ইতালি সালেরনো বন্দর থেকে রওনা দিয়ে সোঙ্গা চিতা জাহাজটি বর্তমানে কলম্বো বন্দর জলসীমা অতিক্রম করছে। জাহাজটিতে কিছু আমদানি কনটেইনার রয়েছে। সেগুলা নামিয়ে ৯০০ একক রপ্তানি কনটেইনার নিতে এ সপ্তাহে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। পণ্য নিয়ে জাহাজটি সরাসরি ইতালির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে।
এক সময় চট্টগ্রাম থেকে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি হতো ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে। এতে প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। তাই যথাসময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছানো সম্ভব হতো না। তাই ইউরোপে সরাসরি পণ্য পরিবহনের জন্য ইতালিয়ান শিপিং কোম্পানি ক্যালিপসো কোম্পানি ডি নেভিগেশন এসপিএর ভাড়া করা দুটি জাহাজ ‘কেপ ফ্লোরেস’ ও ‘সোঙ্গা চিতা’ জাহাজের অনুমোদন দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগে ইতালিতে পণ্য যেতে ব্যবসায়ীদের এক মাসেরও বেশি সময় লাগতো। বর্তমানে চট্টগ্রাম-ইতালি রুটে সরাসরি জাহাজ চালু হবার ফলে ১৭ দিনেই ইতালিতে পণ্য পৌছাতে পারছেন ব্যবসায়ীরা।