প্রায় ২ লাখ ৫১ হাজার একর বনভূমি জবর দখল থেকে গতবছরে ৭ হাজার একর দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী।
গতকাল সোমবার নগরীর বন ভবনের হৈমন্তী মিলনায়তনে ‘আন্তর্জাতিক বন দিবস-২০২২’ এর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বনকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমীর হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনের চকরিয়ায় বনভূমিতে চিংড়ি চাষের অনুমতি দেয়ায় এখন আর সেখানে বন নেই।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বন বিভাগের সকল শূন্য পদ পূরণের নির্দেশ দেন। বন রক্ষা করতে জলবল বাড়াতে হবে জানিয়ে মন্ত্রী প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন বলেও জানান।
অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে বনভূমি কমছে বলে অভিযোগ করে মন্ত্রী বলেন, বনভূমি বিপন্ন হলে আমাদের সমাজ সংস্কৃতি কিছুই থাকবে না। বন রক্ষা করতে গিয়ে বনরক্ষা কর্মীরা আহত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে বলে জানান মো. শাহাব উদ্দিন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগে গুরুত্বারোপ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, এরই মধ্যে দখল হয়ে যাওয়া বনভূমি পুনরুদ্ধারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বন বিভাগ। বনভূমি যাতে অন্য কোনো কাজে ব্যবহার না হয় সেদিকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। হাতি রক্ষায় সামনে আরো দায়িত্বশীল হতে বনকর্মীদের আহ্বান জানান মন্ত্রী।
আদিবাসীদের বনভূমি ধ্বংস না করার অনুরোধ করেন তিনি। বাংলো তৈরি করে গ্যাস-বিদ্যুৎ নিয়ে বনভূমিতে আদিবাসী হিসেবে থাকার সুযোগ থাকবে না বলেও সতর্ক করেন মন্ত্রী।
পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহান বলেন, উন্নয়নের চাহিদা মিটাতে মিটাতে বন সংকোচিত হচ্ছে। বন উজারের পর মানুষ বনভূমির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। সুন্দরবন অনেকে উল্টা-পাল্পাভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন উপমন্ত্রী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, বল কেটে পেলার পর কিংবা পাহাড় কেটে ফেলার পর মানুষ খবর দিলে বন বিভাগের কর্মীরা সেখানে যায়। তাই তিনি বনকর্মীদের আগে থেকেই সজাগ থাকার আহ্বান জানান।
পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন বলেন, সবাই পরিবেশ ক্ষয় করবে আর পরিবেশ মন্ত্রলালয় শুধু তা রক্ষা করবে তা হবে না। তাই প্রতিটা মন্ত্রণালয়ে পরিবেশ সচেতনতা তৈরির চিন্তা করতে বলেন। অর্থ মন্ত্রণালয়ের মতো সব মন্ত্রণালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ আনার সময় এসেছে বলেও জানান।
বিষয়ভিত্তিক আলোচনায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, বন নিধন দুশ্চিন্তার পর্যায়ে রয়েছে। প্রতি মিনিটে বিশ্বে ২৪’শ গাছ কাটা হচ্ছে। যদিও বিশ্বের মোট জিডিপির ২ শতাংশ সরাসরি বন থেকে আসে। রোহিঙ্গাদের কারেণে গোটা বন বিভাগের ওপর খারাপ প্রভাব পড়েছে।
উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় বলেন, বিশ্বের ৯ দেশে ১ শতাংশের কম বনভূমি রয়েছে। যেখানে ১ শতাংশ বনভূমি রয়েছে এমন দেশের সংখ্যা দশটি। তবে একানে আগে থেকেই বন রক্ষায় ১৫৮ বছরের ইতিহাস রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বন রক্ষায় ৫১টি কমিটি কাজ করছে। তাছাড়া আধুনিক পদ্ধতির সাথে খাপ খাওয়াতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
“২০১৩ সাল থেকে বিশ্বে ২১ মার্চ বিশ্ব বন দিবস পালন আসছে জাতিসংঘ। দিবসটি উপলক্ষ্যে সচেতনতা তৈরিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজন ছিল বিভিন্ন জেলা-উপজেলায়। অনুষ্ঠান শেষে ১০ জন সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।”