ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে বাসস্ট্যান্ড, যানজটে ভোগান্তি

সড়কে বাসস্ট্যান্ড, যানজটে ভোগান্তি

নেত্রকোণা পৌর শহরে বাসস্ট্যান্ডের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় প্রধান সড়কে তৈরি হয়েছে অস্থায়ী বাসস্ট্যান্ড। সড়কে বাস রাখার কারণে অন্যান্য যানবাহন চলাচল ভোগান্তিতে পড়ছে। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের। চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

জানা যায়, নেত্রকোণা পৌর শহরে রয়েছে ৩টি বাসস্ট্যান্ড। একটি পারলা, একটি রাজুর বাজার এবং আরেকটি বনুয়াপাড়ায় অবস্থিত। এর মধ্যে রাজুর বাজার ও পারলা বাসস্ট্যান্ডের নির্দিষ্ট জায়গা থাকলেও বনুয়াপাড়া বাসস্ট্যান্ডের নির্দিষ্ট কোনো জায়গা নেই। এতে দীর্ঘদিন যাবত নেত্রকোণা-মদন এর প্রধান সড়করে উপর বাস রাখায় অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরি হয়েছে। যার কারণে যানজটসহ গাড়ি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীসহ সাধারণ মানুষের।

বাসস্ট্যান্ডে চালক ও সাধারণ মানুষ জানায়, দীর্ঘদিন ধরে বনুয়াপাড়ায় নির্দিষ্ট কোনো বাসস্ট্যান্ডের জায়গা নেই। তাই বাধ্য হয়েই সড়কে বাস রাখতে হচ্ছে। এ কারণেই প্রতিদিন যানজট লেগেই থাকে। এতে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষের। এখান থেকে জেলার কেন্দুয়া, মদনসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করে থাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনে চলাচল করে এ সড়ক দিয়ে। তাই ভোগান্তি কমাতে দ্রুত বাসস্ট্যান্ডের নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে সমস্যা সমাধানের দাবি সাধারণ জনগনের।

জেলা বাস ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক টিটু দত্ত রায় বলেন, কিছু দিন আগে জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে মিটিং হয়েছে। বাসস্ট্যান্ডের জায়গা দেয়ার ব্যাপারে তারা আশ^স্ত করেছেন।

জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান বলনে, বাসস্ট্যান্ডের জায়গা না থাকায় সড়কের উপর বাস অবস্থান নেয়। এতে করে যানজটসহ জনগনের ভোগান্তি হচ্ছে। তবে বিষয়টি সমাধানে আলোচনা হয়েছে। জায়গা বের করে এর দ্রুত সমাধান করা হবে।

শুধু আশ্বাস নয়, জনগনরে দুর্ভোগ লাঘবে দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।

সংবাদটি শেয়ার করুন