ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ হাজার কোটি টাকার তহবিল দাবি বিএমবিএ’র

১০ হাজার কোটি টাকার তহবিল দাবি বিএমবিএ’র

পুঁজিবাজারের উন্নয়নসহ তারল্য সংকট কাটাতে পুঁজিবাজারের জন্য ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে এ দাবি রাখেন সংগঠনটি সভাপতি ছায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক রিয়াদ মতিন।

বিএমএবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এ সংক্রান্ত এক চিঠিতে জানানো হয়, বিশেষ তহবিলের ১০ হাজার কোটি টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) মাধ্যমে বন্ড ইস্যু করে সংগ্রহ করা যেতে পারে।

আরও বলা হয়, বিএসইসির বিভিন্ন উন্নয়ন পদক্ষেপের পরও সম্প্রতি পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ অনেক বেড়েছে। এতে বাজারে স্বাভাবিকতা হারাচ্ছে। এটি ফেরাতে পর্যাপ্ত নগদ অর্থের সহায়তা প্রয়োজন। কিন্তু পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের তারল্য এক বড় সমস্যা। আবার এই পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও কম। ডিলারসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ খুব দুর্বল। কারণ পুঁজিবাজার মধ্যস্থাতাকারীদের অর্থ সংগ্রহের মাধ্যম সীমিত।

অন্যদিকে বাহ্যিক কিছু পরিবর্তনের কারণে পুঁজিবাজারের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। এতে করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আতংকিত হয়ে শেয়ার বিক্রির চাপ বাড়াচ্ছেন। এ কারণে পতন বৃত্ত দিন দিন বড় হচ্ছে। পতন অব্যাহত থাকলে মার্জিন ঋণ প্রদানকারীদের শেয়ার বিক্রি করে তাদের মার্জিন অনুপাত সামঞ্জস্য করতে হবে। সেক্ষেত্রে পুঁজিবাজারে পতন বৃত্ত আরো বড় হবে।

তাই বিশেষ তহবিল যদি পুঁজিবাজার মধ্যস্থতাকারীরা সঠিকভাবে বিনিয়োগ করে তাহলে বর্তমান সমস্যার সমাধান হবে। পুঁজিবাজারের তারল্য সংকটের সমস্যা কেটেও যাবে। এই উদ্যোগে বিএসইসির সঙ্গে সরকার পুঁজিবাজার উন্নয়নে কাজ করছে বলে অংশীজনদের মধ্যে খবর যাবে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে। পুঁজিবাজারে স্বাভাবিক গতি থাকবে।

সংবাদটি শেয়ার করুন