পর্দার বিধান রক্ষা করে জাতীয় পরিচয়পত্রে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবি জানিয়েছে মহিলা আনজুমান, রাজারবাগ দরবার শরীফ।
আজ সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মহিলা আনজুমান, রাজারবাগ দরবার শরীফের সদস্য শারমিন ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান।
তিনি বলেন, দেশে অসংখ্য পর্দানশিন নারী আছেন, যারা পবিত্র কোরআন-সুন্নাহ অনুসারে পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করেন। অথচ একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের সুযোগ-সুবিধা পেতে জাতীয় পরিচয় পত্রসহ বিভিন্ন কাগজ করার সময় চেহারা খুলে ছবি তুলতে হয়।
চেহারা খুলে ছবি না তোলার কারণে এসব নারীরা জাতীয় পরিচয়পত্রসহ অনেক সরকারি কাগজ তৈরি করতে পারছেন না।
শারমিন ইয়াসমিন দাবি জানিয়ে বলেন, পরিচয় শনাক্তকরণে আধুনিক যুগে বহুল ব্যবহৃত হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। তাই, পর্দানশিন নারীদের শনাক্তকরণে ছবি পদ্ধতির বদলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবি জানাচ্ছি।