ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে সব ধরনের সয়াবিন তেলের দাম

খুচরা পর্যায়ে লিটারে ৮ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমে হয়েছে ৭৬০ টাকা। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

মিলগেটে আগামীকাল থেকে এই মূল্য কার্যকর হবে। কিন্তু ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে জানিয়েছেন বাণিজ্য সচিব।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন