ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একসাথে শাওমির স্মার্টওয়াচ ও ইয়ারবাড

কিছুদিন আগেই শাওমির ১২ সিরিজ লঞ্চ করেছে। এই স্মার্টফোনের সাথে এসেছে একটি ইয়ারবাড এবং একটি স্মার্টওয়াচ। শাওমি ওয়াচ এস ১, শাওমি ওয়াচ এস ১ অ্যাক্টিভ এবং শাওমি বাডস ৩টি প্রো। পণ্য তিনটি দীর্ঘ ব্যাটারি লাইফে এসেছে।

শাওমি ওয়াচ এস ১ স্মার্টওয়াচটি এলিগ্যান্ট ও স্টাইলিশ ডিজাইনের সঙ্গে এসেছে। এতে দেওয়া হয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। এর চারপাশে স্টেইনলেস স্টিলের ফ্রেম রয়েছে। এবং ডিসপ্লের ওপর দেওয়া হয়েছে স্যাফায়ার গ্লাসের আচ্ছাদন।

এই অ্যামোলেড সূর্যের আলোয় ডিসপ্লে ক্লিস্টর ক্লিয়ার ভিউ দেবে। এতে ব্যবহারকারী সহজেই তার ফোনে আসা মেসেজ, ইনকামিং কল ও নোটিফিকেশন ঘড়িটিতে দেখতে পাবেন। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো লেদারের রিষ্টব্যান্ড বা বিভিন্ন কালার অপশনে আসা ফ্লুরো রাবারের স্ট্র্যাপ বেছে নিতে পারবেন ঘড়িটির সাথে।

স্মার্টওয়াচটিতে ৪৭০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারে। দেওয়া হয়েছে ম্যাগনেটিক চার্জার।

স্মার্টওয়াচটিতে থাকছে ১১৭টি স্পোর্টস মোড, স্লিপ ট্র্যাকার, হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর। এছাড়া এতে সাপোর্ট করবে ব্লুটুথ কলিং ফিচার। সাথে থাকবে ডুয়াল ফ্রিকুয়েন্সি, জিএনএসএস পজিশন ও অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট। পানি থেকে সুরক্ষা দিতে থাকছে এটি ৫ এটিএম রেটিং।

অন্যদিকে শাওমি বাডস ৩টি প্রো ইয়ারফোনটি একই সঙ্গে সফটওয়্যার ও হার্ডওয়্যার আপগ্রেডেশনের সাথে এসেছে। সিলেকশন ডিলসি কোটিংয়ের সঙ্গে ৩ এমএম ডুয়াল ম্যাগনেট ডাইনামিক ড্রাইভার রয়েছে এতে। এটি সাপোর্ট করবে এলএইচডিসি ৪.০ অডিও কোডেক।

ইয়ারবাডটি কম্ফোর্টেবল এবং সিকিউর ডিজাইনের সঙ্গে এসেছে। এছাড়া এটি সাপোর্ট করবে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। অর্থাৎ একই সাথে দুটি ডিভাইসের সঙ্গে ইয়ারফোনটি সামঞ্জস্যপূর্ণ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন