ঢাকা | সোমবার
৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেরালা চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী হিসেবে ছবি প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী আজমেরি হক বাঁধন উপস্থিত ছিলেন। সেই ছবি উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

ফেসবুক পেজে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা হয়, নিখুঁত! আজমেরি হক, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।

বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম ছবি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়। ছবিটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এই ছবিতে ক্ষমতা কাঠামোর কারণে সৃষ্ট নারীদের সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে।

৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন ‘রেহানা মরিয়ম নূর’ দেখানো হবে। আগামী ১ মার্চ ট্যাগোর থিয়েটারে এবং ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।

রেহানা মরিয়ম নূর নামে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন