মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। এখন পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১৮২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০হাজার ১২৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।
এর আগে গতকাল মঙ্গলবার করোনায় তিন মাস পর মৃত্যুশূন্য দিন ছিল। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ২১৭ জন।। এর আগে সবশেষ গত বছরের ৯ ডিসেম্বর দেশে করোনায় কোনো মৃত্যু ছিল না।
আনন্দবাজার/টি এস পি