ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পলিথিন কারাখানাকে জরিমানা

পলিথিন কারাখানাকে জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর মেসার্স বিসমিল্লাহ্ ফ্যাকেজিং এন্ড প্রিন্টিং নামে একটি পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ পলিথিন তৈরির অপরাধে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে ওই প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন। অভিযানে গোয়েন্দা সংস্থা ও পুলিশ সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিসিকের মেসার্স বিসমিল্লাহ ফ্যাকেজিং এন্ড প্রিন্টিং নামে একটি প্রতিষ্ঠানে অবৈধ নিষিদ্ধ পলিথিন তৈরি করছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় প্রতিষ্ঠানের পরিচালক আবদুল্যাহ বাকি শামীমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তার কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে অবগত করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন