ঢাকা | সোমবার
৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়শিতে ধরলো ৫ মণ শাপলাপাতা মাছ

বড়শিতে ধরলো ৫ মণ শাপলাপাতা মাছ

চট্টগ্রামের আনোয়ারায় উপকুলে বঙ্গোপসাগরে জেলেদের বড়শিতে ধরা পড়েছে পাঁচমণ ওজনের শাপলাপাতা মাছ।  এর আগের সপ্তায় এ ধরনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছিল বড়শিতে। গতকাল সোমবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পিচের মাথা এলাকায় বড় আকারের এ মাছটি নৌকা থেকে নামানো হয়।

জেলেরা জানান, রোববার রাতে বঙ্গোপসাগরে দিল মোহাম্মদ নামের এক জেলের বড়শিতে আটকা পড়ে মাছটি। পরে সেটিকে উপকূলে নিয়ে আসা হয়। এরপর আনোয়ারার বাইরে বিক্রির জন্য নেওয়া হয়েছে পাঁচ থেকে ছয় মণ ওজনের মাছটি। এক সপ্তাহের ব্যবধানে ধরা পড়া এ দুটি মাছ ছাড়া আর কখনো আনোয়ারায় শাপলাপাতা মাছ ধরা পড়তে দেখা যায়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, শাপলাপাতা মাছ আহরণের বিষয়টি শুনলেও তিনি বিস্তারিত জানেন না।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) তথ্যানুযায়ী, শাপলাপাতা মাছের ১৬টির মতো প্রজাতি আছে। বাংলাদেশে যে ৮ থেকে ১০ প্রজাতির শাপলাপাতা মাছ পাওয়া যায়, তার মধ্যে ২টি প্রজাতি মহাসংকটাপন্ন এবং ৩টি সংকটাপন্ন । এর কয়েকটি প্রজাতি বিক্রি-নিষিদ্ধ।

সংবাদটি শেয়ার করুন