- চলতে গেলেই আটকে যায় যানবাহন
- স্থায়ী কোনো সংস্কারের উদ্যোগ নেই
ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবুও টনক নড়ছে না। টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে টেংরিপাড়া গ্রামে নোয়াই নদীর উপর বেইলি ব্রিজের উপর এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। মাসে একাধিক বার ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও নেই স্থায়ী কোনো সংস্কার। গত ৮ মার্চ বেইলি ব্রিজটি সরিষা ভর্তি ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙে ব্রিজের মাঝখানেই আটকে যায়।
পরবর্তীতে দায়সারা মেরামতের কারণে গত রবিবার সকালে সংস্কারের দুই দিনের মধ্যেই সেতুর পাটাতন পুণরায় ভেঙে যাওয়ায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় যান চলাচল। এতে স্থবির হয়ে পড়ে দু’পারের যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফলতির কারণে ঝুঁকিপূর্ণ ব্রিজটি স্থায়ী মেরামত হচ্ছে না। অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচল করায় ব্রিজের পাটাতন সরে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সেতু মেরামতে স্থায়ী সমাধান না হওয়ায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক এ মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল এবং জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে ব্রিজটি মেরামতের বিষয়টি নিশ্চিত করেছি। সাময়িকভাবে মানুষ চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।