শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমেরিকাকে এখন আর কেউ ভয় পায় না’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সিধান্তে ক্ষুদ্ধ দেশটির নাগরিকরা। এই সুযোগ পেয়ে খোটা দিতে ছাড়লেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন, ভুয়া খবর বলে আমার ব্যক্তিত্ব আমাদেরকে যুদ্ধের দিকে নিয়ে যাবে। কিন্তু সত্য হলো আমার ব্যক্তিত্বই আমাদেরকে যুদ্ধ থেকে দূরে রেখেছে।

শনিবার সাউথ ক্যারোলিনার ফ্লোরেন্সে এক সমাবেশে এসব মন্তব্য করেন ট্রাম্প।

রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশে ট্রাম্প পুনরায় ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাতের জন্য বাইডেন প্রশাসনকে তুলোধুনো করেন ও মন্তব্য করেন, আমার নজরদারিতে রাশিয়া কোনোদিন ইউক্রেনে হামলা চালাতো না। প্রায় চার দশকের মধ্যে আমি একমাত্র প্রেসিডেন্ট যে আমেরিকাকে নতুন করে কোনো সংঘাতে নিয়ে যাইনি।

ট্রাম্পের যুক্তি ছিল, বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রকে এখন কেউ আর ভয় পায় না, আবার সম্মানও দেখায় না। অন্য দেশগুলো আমাদেরকে শেখায় আমাদের কি করতে হবে। যার কারণে আমরা বিশ্বজুড়ে হাঙ্গামা, হানাহানি আর রক্তারক্তি দেখছি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  করোনা: ম্যালেরিয়ার ওষুধ খেয়ে চিকিৎসকের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন