ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার দরে অতিষ্ঠ নিম্নআয়ের মানুষ

বাজার দরে অতিষ্ঠ নিম্নআয়ের মানুষ

নেত্রকোণার মদন উপজেলা সদরে সবচেয়ে সাপ্তাহিক বড় বাজার দেওয়ান বাজার। গতকাল সকালে কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, প্রতিনিয়তই বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সাধারণ ক্রেতা বলছেন, এভাবে চলতে থাকলে সাধারণ নিম্নআয়ের মানুষ না খেয়ে মরবে। গেল দুই সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এখন পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। বাজারে পাওয়া যাচ্ছে না খুচরা সয়াবিন তেল। বোতলজাত ভোজ্যতেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা। বিক্রেতারা যার কাছ থেকে যেভাবে পারছেন তেলের দাম সেভাবে নিচ্ছেন। বেড়েছে চালের দামও। ৫০ কেজি চালের বস্তা ৪০০ থেকে ৫০০ টাকা বেশি বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, করলা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, টঁমেটো প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

দেওয়ান বাজার ব্যবসায়িক বাবুল স্টোরের মালিক বাবুল সরকার জানান, সয়াবিন খোলা তেল প্রতি কেজি ১৮০ টাকা থেকে ১৯০ টাকা বিক্রি হচ্ছে। দোকানের মূল্য তালিকা দেওয়া আছে। তবে কোনো মূল্য তালিকা লেখা নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ কোনো না কোনো ভাবে খেয়ে পড়ে বেঁচে আছে।

ক্রেতা আমিনুল দেওয়ান বলেন, উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করলে সাধারণ জনগণ কিছুটা হলেও নিত্যপ্রয়োজনীয় বাজারের উর্ধ্বগতির নিয়ন্ত্রণ আসবে। বাজার উর্ধ্বমুখী বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণা সহকারি পরিচালক শাহা আলম এ প্রতিনিধিকে জানান, আমরা বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করছি। মদনে দ্রুত অভিযান পরিচালনা করে এর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন