ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপকে হারিয়ে স্বর্ণ জয়ের দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশ

এসএ গেমসে মালদ্বীপকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বুধবার নেপালের কীর্তিপুরে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে স্বর্ণ জয়ের দৌড়ে এগিয়ে গেল সৌম্য,শান্ত,নাঈমরা।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মোহাম্মাদ নাঈম এর ২৮ বলে ৩৮, সৌম্য সরকার এর ৩৩ বলে ৪৬ এবং নাজমুল হোসেন শান্তর ৩৮ বলে ৪৯ রানে ভর করে ১৭৪ রান সংগ্রহ করে বাংলদেশ।

১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে তানভীর, আবেদীন, আফিফদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৫ রানে গুটিয়ে যায় মালদ্বীপ। তানভীর ইসলাম ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। এছাড়া মিনহাজুল আফ্রিদি ও আফিফ হোসেন নেন ২টি করে উইকেট।

মালদ্বীপের ওপেনার আহমেদ হাসান ১০ এবং আলী ইভান করেন ১২ রান। মালদ্বীপের আর কোনো ব্যাটসম্যান এক অংকের ঘর পেরোতে পারেননি। আগামী ৬, ৭ এবং ৮ ডিসেম্বর ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন