ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘লিটন বিশ্বের যেকোনো বোলারের বিপক্ষে সাফল্য পাবে’

খারাপ সময় কাটিয়ে ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম পঞ্চম সেঞ্চুরি।

এই তরুণ ব্যাটসম্যানের ব্যাটিং নজড় কেড়েছে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসা জেমি সিডন্সের। লিটনের খুঁতগুলোও ধরতে পেরেছেন তিনি। এখন লিটনকে আরও নিখুঁত করে তোলার দায়িত্ব নিয়েছেন এই ব্যাটিং কোচ।

গতকাল শনিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সিডন্স জানান, লিটন দাস দারুণ পারফর্ম করছে। ছোট ছোট কিছু ব্যাপার দেখছি, যেখানে আমি ওকে সাহায্য করতে পারি। ওকে নিখুঁত করে তোলার শেষ কাজটুকু করতে পারলে, বিশ্বের প্রতিটি বোলারের বিপক্ষে সাফল্য পেতে পারে। হোক সে সত্যিকারের পেসার বা গ্রেট স্পিনার। ওকে আরেকটু ভালো করে তোলা আমার চ্যালেঞ্জ। তামিম এবং এই ছেলেরা দারুণ পর্যায়ে পৌঁছে গেছে।

সিডন্স আরও জানান, ওরা যতই খেলবে, বড় ম্যাচে ততই পারফর্ম করবে। এই ম্যাচগুলি ছিল আমাদের ছেলেদের জন্য চাপের ম্যাচ। জিততেই হতো ওদের। তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছে, যা দারুণ। সিনিয়র ক্রিকেটাররাও একটা পর্যায়ে পারফর্ম করবে। তবে তাদের পাশাপাশি তরুণদেরও জ্বলে উঠতে হবে। এটাই রোমাঞ্চকর।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন