ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠিকাদারের গাফিলতিতে সড়কে বিদ্যুতের খুঁটি

ঠিকাদারের গাফিলতিতে সড়কে বিদ্যুতের খুঁটি
  • ভোগান্তি লাঘবে খুঁটি অপসারণ জরুরি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর-বাইশমৌজা বাজার সড়কের রাস্তার মুখে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। এতে রাস্তাটিতে যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি নবীনগর জোনাল অফিসের আওতায় উপজেলার দূর্গারামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কে রাস্তার মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। এতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও যে কোনো ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা গাফিলতি করে নতুন রাস্তার মাঝামাঝি স্থানে বিদ্যুতের লাইনটি স্থাপন করেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, হাসানুর রহমান ও মোটরসাইকেল চালক আব্দুল বাছির বলেন, বহু পুরাতন এ রাস্তার উপরে পল্লী বিদ্যুৎ এর খুটি স্থাপনের কারণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও উপজেলার সবচেয়ে বড় হাট বাইশমৌজা বাজারে যানচলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। দ্রুত বিদ্যুতের খুটিটি স্থানান্তরে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম পলক সাহা বলেন, স্থানীয় কেউ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে খুটিটি স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন