ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মানবতার দোহাই, যুদ্ধ বন্ধ করুন’

পূর্ব ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর শেষ মুহূর্তের চেষ্টা হিসেবে ‘মানবতার নামে’ যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইউক্রেইন নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকের পর তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন, মানবতার দোহাই, আপনার সেনাদের রাশিয়ায় ফিরিয়ে নিন।

যুদ্ধ ইউক্রেইনের জন্য ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসবে ও বিশ্ব অর্থনীতিতে এর পরিণতি ‍সুদূরপ্রসারী হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের ষোষণার পর ২০১৪ সালের পর প্রথমবারের মত ১০০ ডলার ছাড়িয়েছে বিশ্ব বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

সৌদি আরবের পর রাশিয়া সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে। সেই সাথে বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রাশিয়াতেই উত্তোলন করা হয়। এবং ওই গাসের ওপর ইউরোপ অনেকটা নির্ভরশীল।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন