শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন থেকে বাংলাদেশিদের পোল্যান্ডে নেয়া হচ্ছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, ইউক্রেনে বসবাসকারী বাংলাদেশিদের পোল্যান্ডে সরিয়ে নিতে সরকার চেষ্টা করছে। এ তথ্য জানা গেছে মন্ত্রণালয় সূত্রে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনে বসবাসকারীদের বাংলাদেশিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তাতে ইতিমধ্যে ২৫০ জন যুক্ত হয়েছেন। তবে সেখানে ৫০০’র বেশি প্রবাসী আছেন। তাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

তিনি আরও জানান, ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। এরইমধ্যে পাশের দেশ পোল্যান্ডের সরকারের কাছে বাংলাদেশিদের স্থানান্তরের জন্য সহযোগিতা চেয়ে অন এরাইভাল ভিসার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশিদের তাৎক্ষণিক ভিসা প্রক্রিয়া করতে ইটালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে অতিরিক্ত কর্মকর্তা আনা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেবার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিছুদিন আগে থেকেই বিভিন্ন দেশ তাদের দেশের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিতে শুরু করেছে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩ টি পাখি মাছ

সংবাদটি শেয়ার করুন