ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই তরুণে মান বাঁচানো জয় পেলো বাংলাদেশ

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের শুরুতে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ের পর আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে জয় পেল বাংলাদেশ।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। ২১৫ রানে তাদের ইনিংস শেষ হয়।

২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ খারাপ যায় বাংলাদেশের। আফগানিস্তানের তরুণ পেসার ফারুকির আগুন ঝড়ানো বোলিংয়ে মাত্র ২৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

এরপরে ১১.২ ওভারে ৬ষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। ততক্ষণে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৪৫ রান।

এরপর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন।

আফিফের ৯৩ এবং মিরাজের ৮১ রানের বিনিময়ে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ২১৯/৬ (৪৮.৫)

আফিফ হোসেন ৯৩ (১১৫), মেহেদী মিরাজ ৮১ (১২০), সাকিব আল হাসান ১০ (১৫)। ফাজালহক ফারুকী ৪/৫৪ (১০), রশিদ খান ১/৩০ (১০), মুজিব উর রহমান ১/৩২ (১০)।

আফগানিস্তানঃ ২১৫/ (৪৯.১)

নাজিবুল্লাহ ৬৭ (৮৪), রাহমাত ৩৪ (৬৯), হাসমাতউল্লাহ ২৮ (৪৩)। মুস্তাফিজুর ৩/৩৫ (৯.১), শরিফুল ২/৩৮ (১০), সাকিব ২/৫০ (৯)।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন