ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন বিপাশা

সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন অভিনেত্রী, পরিচালক ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। এমওইউ স্বাক্ষরের মাধ্যমে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে বিপাশা হায়াতের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। সেভ দ্য চিলড্রেন এর পক্ষে চুক্তি সাক্ষর করেছেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স।

বিপাশা হায়াত বলেন, আমি বহুদিন থেকে পথশিশু, নির্যাতিত শিশু, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী ছিলাম। যখন থেকে আমি মা, আমার ভেতরে আরেকটি শিশুকে ধারণ করেছি, তখন থেকে শিশুদের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে মমতা তৈরি হয়েছে তা কেবল আমার সন্তানদের জন্য নয়, সব শিশুদের জন্যই।

তিনি আরো বলেন, পঞ্চাশ বছর পূর্তিতে সেভ দ্য চিলড্রেনকে শুভ কামনা। শিশুদের জন্য তারা অতীতে যা করেছে, এখন যা করছে এবং সামনে যা করবে, আমি- আপনি আমরা সবাই তাদের পাশে থাকবো।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স বলেন, শিশুদের জীবনে সুফল বয়ে আনতে সেভ দ্যা চিলড্রেন প্রায় পঞ্চাশ বছর যাবত বাংলাদেশে কাজ করে আসছে। আমরা বিপাশা হায়াতকে আমাদের শুভেচ্ছাদূত হিসেবে একই উদ্দেশ্যে কাজ করতে স্বাগত জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে তার প্রতিশ্রুতি এবং কণ্ঠস্বর অবশ্যই আমাদের শিশুদের জন্য উন্নত বাংলাদেশ তৈরি করতে সহায়তা করবে।

সেভ দ্য চিলড্রেন একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা। বিশ্বব্যাপী শিশু কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেভ দ্য চিলড্রেন অন্যতম। ১৯১৯ সালে যাত্রা করা এই প্রতিষ্ঠানটি শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের প্রতি সহিংসতা নিয়ে কাজ করে। বাংলাদেশেও তারা ৫০ বছর ধরে কাজ করে যাচ্ছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন