দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞার পর আজ থেকে সাগরে মাছ ধরছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা।
বুধবার (২৪ জুলাই) ভোরে কক্সবাজারের ফিশারিঘাট এলাকা থেকে শত শত নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে সাগরে যান জেলেরা। মাছ ধরার প্রস্তুতি হিসেবে খাদ্য, বিশুদ্ধ পানি ও লাকড়িসহ নানা সামগ্রী নিয়ে রওনা দেন তারা।
দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে মাছ ধরতে যেতে পারায় খুশি জেলেরা। এদিকে, সাগরে মাছ ধরছেন বরগুনা ও পটুয়াখালীর সমুদ্র উপকূলীয় অঞ্চলের জেলেরা। তাদের নিরাপত্তার জন্য সাগরে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মন্তব্য করুন