বাঘ দিবস উপলক্ষে ভারতে বাঘশুমারির ফল তুলে ধরা হয়েছে। ২০১৮ সালে করা এই শুমারিতে দেখা গেছে বিগত চার বছরে বাঘের সংখ্যা বেড়েছে ৭৪১টি।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তথ্য তুলে ধরেন।
বাঘ বৃদ্ধি সফলতা সব ভারতীয়র জন্য আনন্দের বলে জানান মোদী। তিনি বলেন, ভারত এখন বাঘের জন্য সবচেয়ে বড় ও নিরাপদ আবাসস্থল।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বাঘশুমারি অনুযায়ী ২০১৪ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ২ হাজার ২২৬টি। ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৭টিতে। দেশটিতে প্রতি চার বছর পর পর বাঘের সংখ্যা গণনা করা হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১৮৭৫ থেকে ১৯২৫ সাল পর্যন্ত ৫০ বছরে ভারতে প্রায় ৮০ হাজার বাঘ হত্যা করা হয়। পরবর্তীতে সরকার এবিষয়ে কঠোর হলে ধীরেধীরে আসে সফলতা। পরে ২০০৬ সাল থেকে ভারতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
মন্তব্য করুন