আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আলবিরুনী।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের উপস্থিতিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পেঁয়াজের দাম নিয়ে অংশীজনের সঙ্গে সভা শেষে ট্যারিফ কমিশন সদস্য এ কথা জানান।
আর বাণিজ্য সচিব বলেন, যে পরিমাণ পেঁয়াজ মজুত ও আমদানির পর্যায়ে রয়েছে, তাতে সহসাই দাম কমে আসবে। আতঙ্কের কোনো কারণ নেই।
মন্তব্য করুন