দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচামরিচের দাম কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা কমেছে। দুই দিন আগে প্রতি কেজির দর যেখানে ১০৫ থেকে ১১০ টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আমদানি বাড়ার পাশাপাশি বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের সংশ্লিষ্টরা জানান, এক বছর বন্ধ থাকার পর গত ২০ জুলাই থেকে এ বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়। ২৭ জুলাই পর্যন্ত ৬ কার্যদিবসে বন্দর দিয়ে ৩১টি ট্রাকে ২৩০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
হিলি বন্দরের কাঁচামরিচ আমদানিকারকরা জানান, বন্যার কারণে দেশের ভেতরে দাম বাড়ায় ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করেন। এ অবস্থার মধ্যে রাজশাহী, মেহেরপুরসহ অন্যান্য অঞ্চলে দেশি জাতের কাঁচামরিচ উঠতে শুরু করেছে। ফলে বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে দেশের ভেতরেও দাম কমতে শুরু করেছে।
মন্তব্য করুন