পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিছে ১-০ তে এগিয়ে গেলো অজিরা।
ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে বাবরের ৩৮ বলে ৫০ ও ইফতিখার আহমদের ৩৪ বলে অপরাজিত ৬২ রানের উপর ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। স্বাগতিকদের পক্ষে দুটি উইকেট নেন অ্যাস্টন অ্যাগার ।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে জয় সূচনা এনে দেন স্টিভেন স্মিথ। ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। ৫১ বলে ১১ চার ও একটি ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন স্মিথ। সফরকারীদের পক্ষে একটি করে উইকেট নেন- মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ইমাদ ওয়াসিম।
আনন্দবাজার/এম.কে
মন্তব্য করুন