সবজি কেনার জন্য স্বামীর কাছে ৩০ টাকা চেয়েছিলেন এক নারী। এই অপরাধে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিত্কার করে তিন তালাক দিয়ে দিলেন তার স্বামী। তিনি স্ত্রীকে মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ৩০ বছর বয়সী জায়নাব নামের ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার ভারতের উত্তর প্রদেশের নয়ডার রাওজি বাজারে এই ঘটনা ঘটেছে। জায়নাবের বাবা মুরসলীমের অভিযোগ, ঘটনার সময় তার মেয়েকে মারধরের পাশাপাশি তার কানের দুলও খুলে নেওয়ার চেষ্টা করেন তার শ্বাশুড়ি।
কয়েকবছর আগে জায়নাব অসুস্থ হওয়ায় তাকে বাবার বাড়িতে রেখে আসেন সাব্বির। ৫-৬ দিন পর জায়নাব ফিরে গেলে তখনও তাকে বাড়িতে ফিরতে দিতে চাননি। সাব্বির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
টিটিএন/এমকেএইচ
মন্তব্য করুন