ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সিরিজে আফগানিস্তানের এটি প্রথম ম্যাচ। অন্যদিকে, জিম্বাবুয়ের এটি দ্বিতীয় ম্যাচ।
টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল জিম্বাবুয়ে। শুক্রবার সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হারে মাসাকাদজার দল। এই ম্যাচে হারলেও তারা লড়াই করে হেরেছে। তরুণ দুই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেন জুটি বাংলাদেশকে জয় উপহার দেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেকের বেশ অভিজ্ঞতা থাকলেও আফিফের এটি ছিল দ্বিতীয় ম্যাচ।
অন্যদিকে টুর্নামেন্টের হট ফেবারিট দল আফগানিস্তান। ক্রিকেটের এই ছোট ফরম্যাটে তারা বাংলাদেশের চাইতে ফেবারিট সেটি বলার অপেক্ষা রাখে না। টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ে ও আফগানিস্তান এখন পর্যন্ত ৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতটিতেই জয় পেয়েছে আফগানরা।তাই আজ জিম্বাবুয়েকে হারিয়ে শুরুটাও ফেবারিটদের মতোই শুরু করতে চাইবে আফগানরা।
মন্তব্য করুন