চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সরকার স্বীকৃত ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইন চালু করা হয়েছে। একই সঙ্গে চালু করা হয়েছে ডায়াবেটিস জার্নি নামে বিশেষ একটি অ্যাপ। নতুন গাইডলাইনের উপর ভিত্তি করে অ্যাপটি তৈরি করেছে নভো নরডিস্ক এবং বাডাস।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম যৌথভাবে এ গাইডলাইন সেবা চালু করেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ গাইডলাইন প্রকাশ ও অ্যাপটি উন্মুক্ত করা হয়।
বাডাস’র সভাপতি জানান, “এই গাইডলাইনটি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা রূপরেখার মান উন্নয়নে ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, এই অ্যাপটি রোগের ধরণ ও রোগীদের প্রয়োজন বুঝে সঠিক চিকিৎসা পরামর্শ দিতে চিকিৎসকদের জন্য সহায়ক হবে।
ডায়াবেটিস কেয়ার বাডাস গাইডলাইন ২০১৯ শীর্ষক দিকনির্দেশনাটি দ্বারা রোগী ও চিকিৎসক উভয়েই উপকৃত হবে।
আনন্দবাজার/শাহী
মন্তব্য করুন